শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দেশেই তৈরি হচ্ছে হুন্দাইয়ের এসইউভি ক্রেটা

নিজস্ব প্রতিবেদক

দেশেই তৈরি হচ্ছে হুন্দাইয়ের এসইউভি ক্রেটা

কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে দুটি শিল্প প্লটে কোরিয়ার বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের সহযোগিতায় কারখানা চালু করেছে ফেয়ার টেকনোলজি। ইতোমধ্যে এই কারখানায় হুন্দাইয়ের এসইউভি ক্রেটা ব্র্যান্ডের ১০০টি গাড়ি উৎপাদন করা হয়েছে। এসব গাড়ি বাজারজাত শুরু হবে আগামী সপ্তাহে। গতকাল কারখানা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্বাগত বক্তৃতা করেন ফেয়ার টেকনোলজির ডিরেক্টর ও সিইও মুতাসসিম দায়ান। বক্তৃতা করেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। উপস্থিত ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত এইচ.ই. মি. লি জ্যাং-কিউন, হুন্দাই মোটর ইন্ডিয়া লিমিটেডের এমডি উনসো কিম, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.) এমপি, শিল্প সচিব জাকিয়া সুলতানা, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এমডি ডা. বিকর্ণ কুমার ঘোষ এবং বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর