শিরোনাম
শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাবার নামের কলেজে এসে আবেগাপ্লুত শেখ পরশ

বাগেরহাট প্রতিনিধি

বাবার নামের কলেজে এসে আবেগাপ্লুত শেখ পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আমার বাবার নামে বাগেরহাটের কচুয়ায় স্থাপিত শহীদ শেখ ফজলুল হক মণি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমন কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা সেই আলোকিত প্রজন্ম পাব যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন সেই স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে বাগেরহাটের কচুয়ায় শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান বলেন, বাবার নামের এ শিক্ষাপ্রতিষ্ঠান সত্যিই আমাকে উদ্বেলিত করে, বিমোহিত করে।

আমি আবেগাপ্লুত যে, সদর আসনের সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা চাচা বাবার নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন। দেশে আমার বাবার হাজার হাজার অনুসারী আছেন, এটা আমার জন্য গর্বের।

আলোচনা সভায় এমপি শেখ সারহান নাসের তন্ময়, বিসিবির পরিচালক শেখ সোহেল, সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শিকদার কামরুল হাসান কচি, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমসসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কলেজে এসে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রথমে কলেজ প্রাঙ্গণে শহীদ শেখ ফজলুল হক মনির ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন ও স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্যাম্পাস ঘুরে দেখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর