সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ওয়াকআউটের আগে যা বললেন মোকাব্বির খান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল পাসের বিরোধিতা করে সংসদ থেকে গতকাল ওয়াক আউট করেছেন গণফোরামের সদস্য মোকাব্বির খান। এর আগে বিলটিকে জনস্বার্থবিরোধী হিসেবে অভিযুক্ত করে তিনি বলেন, ‘দাতা সংস্থার শর্ত পূরণের জন্য আজকের এই কালো আইন।’ তিনি বলেন, ‘সরকার জনস্বার্থবিরোধী এ বিলটি পাস করবে এতে কোনো সন্দেহ নেই। এর মাধ্যমে বিদ্যুতের দাম আবার বাড়বে। বিলটি ১৬ কোটি মানুষের ওপর একটা বিরাট বারডেন হবে। জনগণ এমনিতেই দ্রব্যমূল্যের সমস্যায় কষ্টে আছেন। বিদ্যুতের দাম বেড়ে গেলে তাদের কষ্ট আরও এক ধাপ বাড়বে।’ এ ছাড়া বিলে বিদ্যুৎ খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের রক্ষার জন্য ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের ২১তম অধিবেশনে বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিলের সংশোধনী প্রস্তাব উত্থাপনের জন্য দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংশোধনী প্রস্তাব উত্থাপন না করে ঘোষণা দিয়ে সংসদ থেকে ওয়াক আউট করেন। এর আগে মোকাব্বির খান বলেন, বিগত ১৪ বছরে মোট ১১ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ বাড়ানো হয়েছে চলতি মাসে। এই বিল পাস হলে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হবে। এ সময় তিনি বিদ্যুৎ খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের রক্ষার জন্য এই বিলে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। এর আগে বিলটির জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনার সময় তিনি বিলটি প্রত্যাহারের দাবি জানান। মোকাব্বির খান বলেন, ‘বিদ্যুতের কালো আইন তুলে দিয়ে দেখেন দুর্নীতিবাজরা কোথায় পালায়। বিদ্যুতের কালো আইন হলো ওদের কর্মকান্ডকে দেওয়া ইনডেমনিটি। আশা করি তিনি এটা প্রত্যাহার করে নেবেন।’ সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মোকাব্বির খান বলেন, ‘আজকের এই বিলটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানো।

 বিলটি পাস হলে কাল বা পরশু বিদ্যুতের দাম বাড়বে। আমি যেহেতু জনগণের প্রতিনিধি তাই এটা সমর্থন করতে পারি না। সে কারণে আমি আমার সংশোধনীগুলো প্রত্যাহার করে নিলাম। আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী যেহেতু এই জনস্বার্থবিরোধী বিলটি প্রত্যাহার করেননি, তাই বিলটি অবশ্যই পাস হবে। তাই জনস্বার্থে আমি নিজেকে প্রত্যাহার করলাম এবং বিলটি পাসের প্রতিবাদে ওয়াক আউট করলাম।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর