মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিজ্ঞাপন শিল্পের পথপ্রদর্শক সাবেক এমপি রেজা আলী আর নেই

ময়মনসিংহ প্রতিনিধি

বিজ্ঞাপন শিল্পের পথপ্রদর্শক সাবেক এমপি রেজা আলী আর নেই

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট রেজা আলী (৮২) আর নেই। গতকাল স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ছেলে মিরান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতদেহ ঢাকায় আনার পর বুধবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একই দিনে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। পরদিন বৃহস্পতিবার ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে তৃতীয় জানাজা ও বাদ আসর ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নে চতুর্থ জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞাপন শিল্পের পথপ্রদর্শক রেজা আলী প্রয়াত টি. আলী (কসবা) এবং প্রয়াত সারাহ আলীর (সিলেট) বড় সন্তান। তাঁর পিতা টি. আলী কেন্দ্রীয় পাকিস্তান সরকারের মন্ত্রী, মিসরে নিযুক্ত অ্যাম্বাসাডর ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। রেজা আলী পুরান ঢাকার সেন্ট গ্রেগরি হাইস্কুল, লাহোরের আইচিসন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৬০ সালে স্বৈরাচার শাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করার কারণে তাঁকে কারাবন্দি করা হয়।?মুক্তিযুদ্ধ চলাকালীন নিজের জীবন ঝুঁকিতে রেখে তিনি বুদ্ধিজীবী, শিল্পী এবং তাঁদের পরিবারকে পশ্চিম পাকিস্তানের সৈন্য ও রাজাকারদের হাত থেকে বাঁচাতে সীমান্ত পার করিয়ে দিতেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর