মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সূচক বাড়লেও কমেছে লেনদেন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সূচক বাড়লেও কমেছে লেনদেন শেয়ারবাজারে

প্রথমদিনে বড় দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে কমেছে তার দ্বিগুণের বেশি। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে ঠিক তার সমান সংখ্যকের দাম কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৩টির। আর ১৪৫টির দাম অপরবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৪১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৭০ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৫ কোটি ৪৩ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩ টাকা ৪০ পয়সা বেড়ে কোম্পানিটির শেয়ার দর হয়েছে ১০৩ টাকা ২০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ৩০ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১২২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৫টির এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর