শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিলেট বিএনপিতে নির্বাচনী হাওয়া

মহানগর কমিটির শীর্ষ তিন পদে নেতৃত্ব নির্বাচন হবে ভোটে, সমর্থন আদায়ে কাউন্সিলরদের কাছে ছুটছেন প্রার্থীরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট বিএনপিতে নির্বাচনী হাওয়া

সিলেট মহানগর বিএনপিতে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ৪ মার্চ কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে শীর্ষ তিন নেতৃত্ব। তাই কাউন্সিল ঘিরে সরব হয়ে উঠেছেন তৃণমূলের নেতা-কর্মীরাও। নিজেদের পক্ষে সমর্থন আদায়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রার্থীরা ছুটছেন তৃণমূলের নেতাদের কাছে। কাউন্সিলে মহানগরীর ২৭টি ওয়ার্ডের ১ হাজার ৯১৭ জন কাউন্সিলর নেতৃত্ব নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সিলেট মহানগর বিএনপি সূত্র জানায়, আগামী ৮ মার্চ সিলেট রেজিস্ট্রারি মাঠে সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুই অধিবেশনের প্রথমে থাকবে সম্মেলন ও দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল। কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন সরাসরি ভোটে। মহানগরীর ২৭টি ওয়ার্ড কমিটির ১৯১৭ জন নেতা কাউন্সিলর হিসেবে নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিটি ওয়ার্ড থেকে ৭১ জন করে কাউন্সিলরকে ভোটার করা হয়েছে। এর আগে একইভাবে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে প্রত্যক্ষ ভোটে শীর্ষ তিন পদে নেতৃত্ব নির্বাচন করা হয়েছিল। এখন পর্যন্ত মহানগর বিএনপির কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১৪ জন নেতার নাম আলোচিত হচ্ছে। এর মধ্যে সভাপতি পদে সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান আহ্বায়ক আবদুল কাইয়ূম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম আহ্বায়ক সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সাবেক পৌর কমিশনার হুমায়ূন কবীর শাহীন, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী খালেদের নাম বেশি আলোচিত হচ্ছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছেন- মহানগর বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম নাচন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাফেক মাহবুব, মহানগর ছাত্রদলের সহ সভাপতি মাহবুব কাদির শাহী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি শাহেদ ও সাবেক ছাত্রনেতা বেলায়েত হোসেন মোহন। কাউন্সিলে সভাপতি প্রার্থী হওয়া প্রসঙ্গে বর্তমান সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, ‘বিগত দিনে আন্দোলনে সংগ্রামে ভূমিকা রাখার চেষ্টা করেছি। সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর প্রতিটি ওয়ার্ডে প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করেছি। এতে তৃণমূল পর্যায়ে দল শক্তিশালী হয়েছে’। আরেক সভাপতি প্রার্থী নাসিম হোসাইন বলেন, ‘৩২ বছর ধরে রাজপথে থেকে রাজনীতি করে যাচ্ছি। কখনো রাজপথ ছেড়ে যাইনি। সামনে থেকে হামলা-মামলা মোকাবিলা করেছি। এ সময়ের মধ্যে দলে অনেক উত্থান-পতন হয়েছে, কিন্তু কখনো আদর্শচ্যুত হইনি।’ সাধারণ সম্পাদক প্রার্থী সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আগামী কাউন্সিল খুবই গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্বকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের আন্দোলনে বড় ভূমিকা রাখতে হবে।’

সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মহানগর বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম নাচন বলেন, ‘আমি তৃণমূল থেকে উঠে এসেছি। অসংখ্য মামলার আসামি হয়েছি। তাই তৃণমূলের নেতা-কর্মীরা সাংগঠনিক সম্পাদক পদে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন বলে বিশ্বাস রাখি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর