রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

‘রুহানি রেনেসাঁর অনন্য রূপকার গাউছুল আজম’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘হজরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম নব্য জাহেলিয়া যুগে এসে এমন এক আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়েছেন যা ইতিহাসেই অভূতপূর্ব। ইসলামের সত্যিকারের দাওয়াত মানুষকে পৌঁছে দিয়েছেন। সত্যিকারের আলোকিত মানুষ তৈরিতে তিনি রেখে গেছেন ঐতিহাসিক অবদান। আধ্যাত্মিক এ রুহানি রেনেসাঁর অনন্য রূপকার গাউছুল আজম (রা.)।’ এ কথা বলেছেন আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী। গতকাল দিনরাতব্যাপী চট্টগ্রাম নগরীর বায়েজিদের গাউছুল আজম সিটিতে অনুষ্ঠিত কাগতিয়া দরবারে সালানা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং সংগঠনের সিনিয়র সহসভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে¡ সালানা ওরসে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান প্রমুখ। মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর