সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব তৈরিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে। প্রত্যন্ত এলাকা থেকেও নারীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশীয় উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। সংসদ ভবনস্থ কর্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে গতকাল ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টরস প্রোগ্রাম ডেভিড নক্স  ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের ফাউন্ডিং চেয়ারপারসন সারা যাকের সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। এ সময় তারা প্রধান অতিথি হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যালে (ওয়াও ফেস্টিভ্যাল) অংশগ্রহণের আমন্ত্রণ জানান। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, সাক্ষাৎকালে ডেভিড নক্স বাংলাদেশের নারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। সারা যাকের বলেন, বাংলাদেশের নারীরাও আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ দেশের নারীদের বিজয়গাথা সর্বসমক্ষে তুলে ধরতে হবে। এ সময় এশিয়াটিক এক্সপেরিয়েন্টাল মার্কেটিং লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ, ব্রিটিশ কাউন্সিলের হেড অব আর্টস নাহিন ইদ্রিসসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর