শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আজ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’

নিজস্ব প্রতিবেদক

আজ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ আজ। দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই দিবসটি পালনের লক্ষ্য। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে আগামীকাল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর