ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, চলমান সংকট সমাধানে আগামী নির্বাচনে জাতীয় সরকারের বিকল্প নেই। গতকাল রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে সারা দেশের জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে ইসলামী আন্দোলনের ২০২৩-২৪ সেশনের দ্বিবার্ষিক পরিকল্পনা, নির্বাচনী প্রস্তুতি ও দায়িত্বশীলদের বিভাগীয় দায়িত্ব সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দ ফয়জুল করীম বলেন, জনবিরোধী কর্মকান্ডের কারণে সরকার সারা দেশে গণহারে বয়কটের মুখে পড়ছে। স্থানীয় সরকার নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের মানুষ প্রত্যাখ্যান করছে। ফলে তারা বিভিন্ন জায়গায় দমন-পীড়ন ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।