রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চলমান সংকট সমাধানে জাতীয় সরকারের বিকল্প নেই : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, চলমান সংকট সমাধানে আগামী নির্বাচনে জাতীয় সরকারের বিকল্প নেই। গতকাল রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে সারা দেশের জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে ইসলামী আন্দোলনের ২০২৩-২৪ সেশনের দ্বিবার্ষিক পরিকল্পনা, নির্বাচনী প্রস্তুতি ও দায়িত্বশীলদের বিভাগীয় দায়িত্ব সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দ ফয়জুল করীম বলেন, জনবিরোধী কর্মকান্ডের কারণে সরকার সারা দেশে গণহারে বয়কটের মুখে পড়ছে। স্থানীয় সরকার নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের মানুষ প্রত্যাখ্যান করছে। ফলে তারা বিভিন্ন জায়গায় দমন-পীড়ন ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর