মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সুবিধাবঞ্চিতরা পেল নতুন জামা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক বিকাশ ও মূলস্রোতের সঙ্গে সংযোগ তৈরিতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন ফর লাইফের ফ্যাশন প্যারেড। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের সিআরবির শিরীষতলাতে শতাধিক শিশু এ প্যারেডে অংশ নিয়ে নাচগানে মাতে। এ সময় তারা পুলিশ, চিকিৎসক, সাংবাদিক, ফটোগ্রাফার, শিক্ষকসহ নানা সাজে ক্যাটওয়াকে অংশ নেয়। তাদের সঙ্গে সংহতি জানিয়ে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে কণ্ঠনীড়, আগমনী নৃত্য গোষ্ঠীসহ কয়েকটি সংগঠন। অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী ও ঈদজামা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আ স ম মাহতাব উদ্দিন। অন্যদের মধ্যে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী সদস্য আজহার মাহমুদ, ইস্পাহানী টি লিমিটেডের উইং ম্যানেজার মোহাম্মদ নুর নবী, ফ্যাশন ফর লাইফের প্রতিষ্ঠাতা ডা. মহিউদ্দিন মাসুম, হোটেল সাফিনার ব্যবস্থাপনা পরিচালক শিহাব সাগীর, ব্লু মুনের স্বত্বাধিকারী জাহেদুল ইসলাম, অসীমের এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক আরাফাত রুবাই প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর