নগরবাসী অতিরিক্ত বায়ু ও শব্দদূষণের ফলে স্বাস্থ্যগতসহ নানা সংকটে নিমজ্জিত। যেভাবে দূষণ ক্রমাগত হারে বাড়ছে, তাতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নগর। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ভয়াবহ বায়ু ও শব্দদূষণের বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ভবিষ্যৎ বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টিসহ যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন পরিবেশ ও নাগরিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও নাগরিক-সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। পরিবেশ মানবাধিকার আন্দোলনের চেয়ারপারসন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও নাগরিক সমাবেশে স্বাগত বক্তব্য দেন গ্রিন অ্যালায়েন্স বাংলাদেশের সভাপতি আবসার মাহফুজ। সঞ্চালনা করেন নোমান উল্লাহ বাহার।