নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের মসজিদে মসজিদে দোয়া হয়েছে। গতকাল জুমার নামাজের পর নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মসজিদে মসজিদে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া হয়। বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা অনুভব করলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন শামীম ওসমান এমপি। গতকাল জুমার নামাজের পর সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদনীনগর মাদরাসা মসজিদে, খানকায়ে জামে মসজিদে, ১ নম্বর ওয়ার্ডের সিআইখোল বায়তুল জান্নাত শাহি জামে মসজিদ, নাসিক ৬ নম্বর ওয়ার্ডের এসওরোড মন্ডলপাড়া বড় জামে মসজিদ, বায়তুল সালাম জামে মসজিদ, মা ফাতেমা (রা.) জামে মসজিদ, এসওরোড বাসস্ট্যান্ড জামে মসজিদ, সুমিলপাড়া আইলপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে অসুস্থ এমপি শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।