শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যের মূল্য কমাতে হবে : আতাউল্লাহ হাফেজ্জী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, দফায় দফায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সীমিত আয়ের মানুষ সীমাহীন কষ্টে আছেন। তাদের কষ্ট লাগবে নিত্যপণ্যের মূল্য কমাতে হবে। তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর একটি হোটেলে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি,  মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা জালালুদ্দিন, অধ্যাপক আ. জলিল, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি সুলতান মহিউদ্দিন। বক্তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন এবং আগামী ঈদের আগেই কারাবন্দি আলেমদের মুক্তির দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর