সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গতকাল সকালে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান। লিখিত বক্তব্য পাঠ করেন মো. ওয়ারেছ আলী। সভাপতিত্ব করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মো. মামুন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের সভাপতি লুৎফর রহমান, বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি ইব্রাহিম খলিল, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান প্রমুখ। বক্তারা সাত দফা দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান। সাত দফার মধ্যে রয়েছে : পে-কমিশন গঠনপূর্বক নবম পে-স্কেল বাস্তবায়ন, ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ, এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগবিধি ২০১৯-এর ভিত্তিতে দশম গ্রেডে উন্নীত করা। দাবি আদায়ের লক্ষ্যে ৭ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।