বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বেঁচে থাকার জন্য মানুষ ১৬ ঘণ্টা কাজ করছে : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিশিষ্টজনদের সঙ্গে ইফতার ও মতবিনিময়ে বক্তারা বলেন, বাংলাদেশকে হরিলুটের দেশে পরিণত করা হয়েছে। তারা বলেন, মন্ত্রীরা বলছেন- জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে। এটা বাস্তবতাবিবর্জিত। স্বাভাবিকভাবে ক্রয়ক্ষমতা বাড়েনি বরং মানুষ কোনোমতে বেঁচে থাকার জন্য এখন ৮ ঘণ্টার পরিবর্তে ১৬ ঘণ্টা কর্ম করছে। এক কর্মক্ষেত্রের পরিবর্তে প্রতিদিন দুই-তিন জায়গায় কাজ করছে। ঢাকা শহরের হাজার হাজার বাইকার এর উৎকৃষ্ট প্রমাণ। রাজধানীর গুলশানে এই সভা অনুষ্ঠিত হয়। দলের সহকারী মহাসচিব ও নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম নাঈম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর