বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে ৭৫০ কোটি টাকা ছাড়াল লেনদেন

নিজস্ব প্রতিবেদক

ঈদের পর সব সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৫০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। অন্যদিকে চটগ্রামে স্টক এক্সচেঞ্জে (সিএসই) একটি বাদে বাকি চার ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এ দিন লেনদেনের পরিমাণ কমেছে। ঈদের পরে তৃতীয় কার্যদিবসে গতকাল ডিএসইতে ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৬ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৪টি এবং কমেছে ৭২টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২১২টি প্রতিষ্ঠানের। লেনদেনের শীর্ষে ছিল ইউনিক হোটেলের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। দাম কমেছে ৪৪টির এবং ৭২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৬৭ লাখ টাকা।

সর্বশেষ খবর