বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন ব্যবস্থা নিয়ে সার্কাস : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন ব্যবস্থা নিয়ে সার্কাস : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সার্কাস খেলছে। তিনি বলেন, যখন সরকারে থাকে সবাই সংবিধানের দোহাই দিয়ে নিয়ন্ত্রিত নির্বাচনের চেষ্টা করেন। কারণ, যারা সরকারে থাকেন তারা জনগণের সামনে জবাবদিহিতা করতে ভয় পান। আবার ক্ষমতার বাইরে গেলে জনগণের ওপর ভরসা রেখে কথা বলেন। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, নির্বাচন ব্যবস্থা স্বাধীন করতে সবার একমত হওয়া জরুরি। এ জন্য সব রাজনৈতিক দল একত্রিত হয়ে নির্বাচন ব্যবস্থা নির্ধারণ করতে হবে। প্রতিবেশী ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং পাকিস্তানও নির্বাচন ব্যবস্থা একটি পর্যায়ে দাঁড় করিয়েছে। আমাদের নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে চিরস্থায়ী সমাধান দরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর