সিলেটের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময় করতে চায় ইন্দোনেশিয়া। একই সঙ্গে সিলেট সিটি করপোরেশনের সঙ্গে ইন্দোনেশিয়ার সিটি করপোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নেও কাজ করতে আগ্রহী দেশটি। ইন্দোনেশিয়ার সঙ্গে একইভাবে সম্পর্কের আরও উন্নয়ন চায় সিলেট সিটি করপোরেশনও। গতকাল বেলা ১১টায় নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলোর সৌজন্য বৈঠককালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষের প্রতিনিধিরা। বৈঠকে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করা হয়। সিলেট ও ইন্দোনেশিয়ার সিটি করপোরেশনগুলোর মধ্যে বন্ধুপ্রতিম ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানান।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান ও ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।