শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা

রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাতে পাবনায় ব্যাপক প্রস্তুতি

পাবনা প্রতিনিধি

নিজ জন্মভূমি পাবনা সফরে আসছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি ১৫ মে চার দিনের জন্য সরকারি সফরে আসছেন। তাঁকে সংবর্ধনা জানাতে এরই মধ্যে গঠন করা হয়েছে নাগরিক সংবর্ধনা কমিটি। এ কমিটি রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বুধবার রাতে পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে গণসংবর্ধনা দেওয়ার জন্য এ নাগরিক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। যুগ্ম আহ্বায়ক হয়েছেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রাষ্ট্রপতির সহপাঠী প্রফেসর শিবজিত নাগ। সদস্যসচিব হয়েছেন সাংবাদিক আবদুল মতিন খান। সভার সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম এবং সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করবেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ পাবনার সব সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

১৬ মে সকাল ১০টায় রাষ্ট্রপতির স্মৃতিবিজড়িত সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাঁকে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

সর্বশেষ খবর