রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

স্মার্ট বাংলাদেশের চার সোপান : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট বাংলাদেশের চার সোপান : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০৪১ সালের মধ্যে কল্যাণকামী স্মার্ট বাংলাদেশ নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। স্মার্ট বাংলাদেশের চারটি মূল সোপান- স্মার্ট কমিউনিটি, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি বাস্তবায়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে তাদের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণে লায়ন্স ভূমিকা রাখতে পারে। গতকাল বনানীর একটি হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর ৩৬তম বার্ষিক মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ এফ এম এনামুল হক। বক্তব্য রাখেন কাজী আকরাম উদ্দীন আহমেদ, শেখ কবির হোসেন, মোসলেম আলী খান, ওয়াহিদুর রহমান আজাদ, এ কে এম রেজাউল হক, এম এ হাসান, এস কে কামরুল, ইঞ্জিনিয়ার আবদুল ওয়াহাব প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর