রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে সন্ত্রাসী হামলা, লুট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ সময় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দেশি অস্ত্র নিয়ে ৩০-৪০ জনের একটি দল এ হামলা চালায়। জানা গেছে, হামলায় নেতৃত্ব দেন কালা সারোয়ার, আবুল কাশেম, শফি, নুরুল হুদা ও ভাসানি। তাদের হামলায় গুরুতর আহত হন সমবায় সমিতির পরিচালক দেলোয়ার হোসেন, হিসাবরক্ষক স্বপন ও সদস্য মাসুম। এ ব্যাপারে ওইদিনই হকার্স বহুমুখী সমবায় সমিতির পরিচালক নুরের জামান হামলাকারীদের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন।

সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার অ্যাসোসিয়েশন এবং পত্রপত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সম্পাদক জাহাঙ্গীর আলম বলেছেন, আগেও এই সন্ত্রাসীরা তাদের কার্যালয় দখলের চেষ্টা করে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে। মতিঝিল থানায়ই ২০২১ সালের ১৮ ডিসেম্বর একটি মামলা হয়েছিল, যার নম্বর ১০। সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, সন্ত্রাসীরা আমাদের কার্যালয়ে ঢুকেই গ্লাস, চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে। অনেক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এর মধ্যে ৩ লাখের বেশি টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ রয়েছে। মামলার এজাহার থেকে জানা গেছে, ১ লাখ ১১ হাজার টাকার তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। কার্যালয়ের তৃতীয় তলায় দুটি ডিভিআর, একটি ল্যাপটপ, দুটি মনিটর, নগদ ২ লাখ ৭০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৫৪ হাজার ৩০০ টাকার মালামাল লুট করেছে। এ ছাড়া কার্যালয় ভাঙচুর করে ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর