শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা

শাহজালালে ২৫ কোটি টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক

শাহজালালে ২৫ কোটি  টাকার সোনা জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ২০৪টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস (ডিসিএইচ)। গতকাল সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের কার্গো হোল্ডে সোনার বারগুলো পাওয়া যায়। জব্দ সোনার ওজন প্রায় ২৩ কেজি ৬০০ গ্রাম; যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানিয়েছেন ডিসিএইচের উপ-কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন। তিনি বলেন, মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল বিমানবন্দরে বেলা ১১টা ২৫ মিনিটে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ১২২)। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলেন কাস্টমস কর্মকর্তারা। এরপর বিমানটির কার্গো হোল্ড থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৪টি সোনার বার জব্দ করা হয়। সোনার বারগুলো কাপড় দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, এটি বিমানের ওয়াশরুমের কোনো একটি   স্থানের স্ক্রু খুলে ওয়াশরুমের ভিতর থেকে কার্গো হোল্ডে ফেলা হয়েছে অথবা বিমানসংশ্লিষ্ট কোন ব্যক্তি কর্তৃক কার্গো হোল্ডের ক্যাবিনেটের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর