রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিশ্ব মেডিটেশন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব মেডিটেশন দিবস। ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে উন্মুক্ত স্থানে ভোর ৬টায় একযোগে দিবসটি উদযাপন করবে মেডিটেশন চর্চাকারী লাখো মানুষ। এ উপলক্ষে ভোর ৬টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে প্রাণায়াম চর্চা, মেডিটেশন ও আলোচনা নিয়ে থাকবে এক ঘণ্টার আয়োজন। সারাবিশ্বে মেডিটেশন এখন স্বাস্থ্যসেবার অংশ। শারীরিক মানসিক সামাজিক ও আত্মিক অর্থাৎ টোটালি ফিট থাকতে মেডিটেশনের কোনো বিকল্প নেই। কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে দেশের শতাধিক উন্মুক্ত স্থানে ভোরে মেডিটেশন কর্মসূচির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে কোয়ান্টামের সদস্যরা দিবসটি পালন করবে। বিশ্ব মেডিটেশন দিবসের অনুষ্ঠানে সপরিবারে ও সবান্ধব সবাইকে উপস্থিত থাকতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর