চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুটি উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৪৩ জনকে মোট ১৭ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জমির প্রকৃত মালিকদের হাতে সরাসরি ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু রায়হান দোলন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসান মুরাদ প্রমুখ। প্রকল্প দুটি হলো- নগরের জলাবদ্ধতা নিরসনে ‘বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত সংযোগ খাল খনন’ শীর্ষক প্রকল্পে নতুন খাল খনন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ’ প্রকল্প। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কিছু দালাল ও অসাধু ব্যক্তির অপপ্রচারে প্ররোচিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরাসরি চেক গ্রহণে দ্বিধাগ্রস্ত হন। আমি তাদের আশ্বস্ত করছি, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অবশ্যই সরাসরি এলএ শাখায় আবেদন করবেন। তাতে দ্রুত সময়ে ক্ষতিপূরণ পাবেন। মধ্যস্বত্বভোগীদের কারও সহযোগিতা নেবেন না। তাদের কোনো স্থান চট্টগ্রাম জেলা প্রশাসনে নেই।
আমি জেলা প্রশাসক হিসেবে বলছি, কোনো দালাল বা কোনো মধ্যস্বত্বভোগীর কাছে না গিয়ে সরাসরি এলএ শাখায় আবেদন করে নিজের ক্ষতিপূরণের টাকা নিজেই তুলে নেবেন। যে কোনো সমস্যা সরাসরি জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসককে (এল.এ) বা ভূমি অধিগ্রহণ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।