সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা

বিশ্ব মেডিটেশন দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

সুস্থ মানবিক জাতি গঠনে ধ্যানচর্চায় উদ্বুদ্ধ করার বাণী নিয়ে গতকাল সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বিশ্ব মেডিটেশন দিবস।  কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে ভোরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণসহ দেশের প্রায় দেড় শতাধিক উন্মুক্ত স্থানে এ আহ্বান নিয়ে দিবসটি উদযাপন করেন নানা পেশার লাখো মানুষ। ‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রাণায়াম, প্রত্যয়ন ও মেডিটেশনচর্চার পাশাপাশি এর গুরুত্বকে তুলে ধরেন বক্তারা। তারা বলেন, মেডিটেশনের কার্যকারিতা এখন শত শত বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত। জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন, আশরাফ আলী, রাশেদ আহমেদ, সীমান্ত খোকন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর