সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা

শাহজালালে কোটি টাকার সোনা পাচারকালে আটক ২

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার সোনা পাচারকালে দুই যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। তারা হলেন- সাদ্দাম হোসেন ও নিজাম খন্দকার। তারা উভয়েই ঢাকার বাসিন্দা। গতকাল এসব তথ্য জানান এএপির অতিরিক্ত এসপি মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, গতকাল বেলা ১২টা ২০ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর বেল্ট থেকে লাগেজ সংগ্রহের সময় গোয়েন্দা সদস্যরা দেখতে পান ওই দুই যাত্রী ট্রলি টেম্পারিংয়ের চেষ্টা করছেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করা হয়। সাদ্দাম ও নিজামের সঙ্গে থাকা ব্যাগ এবং হাতঘড়ির মধ্য থেকে বিশেষ কৌশলে লুকানো সোনা উদ্ধার করা হয়।

এ সময় সোনার বার ছাড়াও সোনার প্লেট উদ্ধার করা হয়। আপাতদৃষ্টিতে এই প্লেট সাদা রঙের হলেও রাসায়নিক পরীক্ষা করে তা ২৪ ক্যারেটের সোনা বলে নিশ্চিত হয়েছি। সাদ্দামের কাছ থেকে ৪২০ গ্রাম এবং নিজামের কাছ থেকে ৬৯১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। গ্রেফতার দুজনই দুবাই থেকে একই ফ্লাইটে আসেন। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ১১১ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর