বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জামুকার চেয়ারম্যান পদে মুক্তিযুদ্ধমন্ত্রী বৈধতা প্রশ্নে হাই কোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে নিয়োগের আইন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আইন সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রিটকারীর আইনজীবী জানান গত সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে রিটকারী মুক্তিযোদ্ধা নবাব আলীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা জামুকার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তাকে অবিলম্বে মুক্তিযোদ্ধা ভাতা দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। পরে রিটকারীদের আইনজীবী তৌফিক ইনাম টিপু সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধা নবাব আলীর করা রিট আবেদনের শুনানি নিয়ে ২২ মে হাই কোর্ট রুল জারিসহ রিটকারীকে মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের নির্দেশ দিয়েছেন।

বগুড়ার বীর মুক্তিযোদ্ধা নবাব আলী সম্প্রতি জামুকা থেকে তার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের বৈধতা প্রশ্নে হাই কোর্টে রিটটি দায়ের করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট রুল জারিসহ আদেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর