মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

সরকারের আশা মার্কিন ভিসানীতি সব দলের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ সরকার আশা করছে যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসানীতির বিধিনিষেধ সব রাজনৈতিক দল বা সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গতকাল তাঁর সঙ্গে দেখা করলে তখন মন্ত্রী সরকারের পক্ষে এ বক্তব্য তুলে ধরেন। আইনমন্ত্রী আরও বলেন, তিনি মার্কিন রাষ্ট্রদূতকে এ কথাও জানিয়েছেন যে কোনো দেশের চাওয়ার বিষয় নয়। বাংলাদেশ সরকারই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করবে এবং সে লক্ষ্যেই সরকার কাজ করছে। পিটার হাস বিকাল সাড়ে ৩টায় ঢাকার গুলশানে আইনমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করেন। তারা প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন। এ বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তাঁর দেশের ঘোষিত ভিসানীতি সম্পর্কে আইনমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার প্রক্রিয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তাদের নতুন ভিসানীতি প্রকাশ করেছে গত ২৪ মে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি সরকারের একজন মন্ত্রী হিসেবে বিষয়টি সম্পর্কে আগেই জেনেছেন। কিন্তু গতকাল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভিসানীতি সম্পর্কে তাঁকে আনুষ্ঠানিকভাবে জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর