শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

প্রযুক্তিতে দক্ষ না হলে অনেক দরজা বন্ধ হয়ে যাবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তিতে দক্ষ না হলে অনেক দরজা বন্ধ হয়ে যাবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নাগরিকদের প্রস্তুত করতে না পারলে আগামীতে অনেক দরজা বন্ধ হয়ে যাবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল ‘স্মার্ট লিডারশিপ ট্রেনিং একাডেমি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বক্তব্য রাখেন, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম। স্পিকার বলেন, প্রতিটা নাগরিককে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে স্মার্ট লিডারশিপ ট্রেনিং একাডেমি।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য হলো রাজনৈতিক দুর্বৃত্তায়নের হাত থেকে দেশকে রক্ষা করা।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার যে ভিশন দিয়েছেন, সেটি শুধু একটি নির্বাচনে জেতার ভিশন নয়, এটি আগামীর বাংলাদেশের জন্য  যোগ্য নাগরিক গড়ে তোলার ভিশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর