বিএনপি এখন পা ভাঙা বাঘ আর খাঁচায় বন্দি সিংহ, শুধু গর্জন করতে পারে আর কিছুই করতে পারে না। তর্জন-গর্জনই সার। কাজেই আন্দোলন করে বিশৃঙ্খলা করে কোনো লাভ হবে না। সংবিধান মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা দেশে যদি শান্তি বিনষ্ট করার চেষ্টা করে সরকার কঠোর হস্তে তা দমন করবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তারা তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি দিচ্ছে সেটি শুধু পাকিস্তানে আছে। আমার প্রশ্ন- তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ করে, অনুকরণ করে? নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসাটা অত্যন্ত ইতিবাচক বলে জানান মন্ত্রী। গতকাল সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় অংশ নিতে এসে জেলা সার্কিট হাউস মিলনায়তনের সামনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের বর্ধিত সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, এমপি আসলাম হোসেন সওদাগর, এমপি অধ্যাপক এম এ মতিন, আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামিম, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        