চলতি মৌসুমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ জনসহ বরিশাল বিভাগে ৯৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যুর পর অবশেষে রক্তের প্লাটিলেট আলাদাকরণ এফেরেসিস (ফেকো) মেশিন এসেছে। গতকাল বেলা ১১টায় এফেরেসিস মেশিনের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।
এ সময় পরিচালক জানান, সম্প্রতি সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে মেশিনটি সরবরাহ করা হয়। হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে মেশিনটির কার্যক্রম শুরু করা হয়েছে। মেশিনের সঙ্গে প্লাটিলেট সেপারেশন কিটসও সরবরাহ করা হয়েছে। স্বল্প খরচে মেশিনটি দিয়ে রক্তের প্লাটিলেট আলদাকরণের সেবা নিতে পারবেন রোগীরা। তিনি আরও বলেন, শেরেবাংলা মেডিকেলসহ দক্ষিণাঞ্চলের কোনো হাসপাতালে রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন ছিল না। ডেঙ্গু, ক্যান্সার, থেলাসেমিয়া ও আইটিপি রোগীদের জন্য মেশিনটি অত্যন্ত কার্যকরী। এই মেশিনটির অভাবে এখানকার রোগীদের রাজধানীতে যেতে হতো। ফেকো মেশিনের কার্যক্রম শুরু হওয়ায় এখন আর কোনো ডেঙ্গু রোগীকে ঢাকায় যেতে হবে না।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        