ফিলিস্তিনে নিরীহ নারী-পুরুষ-শিশুদের ওপর ইসরায়েলি বিমান হামলা ও অবরোধের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার ন্যায্য অধিকারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন দল ও সংগঠন।
ইসলামী সমাজ : সংগঠনের আমির সৈয়দ হুমায়ূন কবীর স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বের সব রাষ্ট্রের শাসকদের প্রতি আহ্বান জানান। গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত পথসভায় এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মাদ ইয়াছিন।
ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন : গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াত আলাইহি রাহমার দিকনির্দেশনায় ও মহাসচিব শেখ রায়হানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক জাকের আহসান, ঢাকা মহানগর সভাপতি আওয়াল কাদরী ও অর্থ সম্পাদক মিজানুর রহমান আকন্দ।