রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গণমুখী পুলিশিং বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর

বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার জিহাদুল কবির বলেছেন, পুলিশি সেবাকে সহজতর উপায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমুখী পুলিশিং বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। শিশু ও নারীবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বরিশালকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়তে গণমাধ্যমের সহযোগিতা একান্ত কাম্য। সেবা প্রাপ্তির ক্ষেত্রে থানা হবে জনগণের নির্ভরতা ও আস্থার জায়গা। পুলিশ হবে নগরবাসীর বিশ্বস্ত সহযোগী। গতকাল বিএমপির সদর দফতরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় বিএমপির অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলী, উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মো. আলী আশরাফ ভূঁঞা, খান মুহাম্মদ আবু নাসের, বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লাসহ বরিশালের বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের অধীনে পুলিশ তার ওপর অর্পিত দায়িত্ব পালনে কঠোর অবস্থানে রয়েছেন। সবার সহযোগিতায় বরিশালকে একটি নিরাপদ ও শান্তির নগরীতে পরিণত করার প্রত্যাশা করেন তিনি।

এ সময় গণমাধ্যমকর্মীরা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক চিত্র পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর