অপরাধীদের নিরাপদ জোন এখন গাজীপুর টঙ্গীর ১৯টি বস্তি। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ করে এসব বস্তিতে অবস্থান নেন তারা। পুরুষের পাশাপাশি এখানকার নারীরাও এখন মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত। এসব অপরাধী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ছত্রচ্ছায়ায় এবং পুলিশের সঙ্গে সখ্য তৈরি করে দেদার চালিয়েছে কার্যক্রম। মাঝেমধ্যে ছিঁচকে দুয়েকজন ধরা পড়লেও মূল হোতারা থাকেন ধরাছোঁয়ার বাইরে। পুলিশ উল্লেখযোগ্য ভূমিকায় না থাকায় এর ভয়াবহতা বেড়েই চলছে বলে মনে করছেন এলাকাবাসী। সরেজমিন ঘুরে জানা যায়, চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্রধারী, মাদক ব্যবসাসহ নানা অপরাধ করে টঙ্গীর ১৯টি বস্তির কোনো একটি বস্তিতে অবস্থান নেন দুর্বৃত্তরা। যার কারণে টঙ্গীতে হাত বাড়ালেই মিলছে মাদক। প্রকাশ্যে ঘটছে ছিনতাই, চুরি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ। টঙ্গীর ১৯টি বস্তির মধ্যে টঙ্গী বাজার হাজী মাজার বস্তি, সান্দার পাড় বস্তি, মিল গেট নামা বাজার বস্তি, মাছিমপুর বস্তি, কাঁঠাল দিয়া বস্তি, করইতোলা বস্তি, ব্যাংক মাঠ বস্তি, আমতলী বস্তি, এরশাদ নগর বস্তি, গাজীপুরা খরতৈল ব্যাংক পাড়া, পাগাড় সোসাইটি মাঠসহ বিভিন্ন এলাকায় অপরাধীদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিতি পেয়েছে। গত ১০ জানুয়ারি ভোরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইয়ের কবলে পড়ে বরিশাল জেলার বাইন পাড়া থানার মাদারকাঠি গ্রামের নয়ন মৃধা (৩৬) নামে এক পোশাক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হলে হত্যাকান্ডের জড়িত টঙ্গীর এরশাদ নগর বস্তির বাসিন্দা নাজমুলকে গ্রেফতার করেন পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলছেন, থানা পুলিশ ঠিকমতো কাজ না করায়, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখওয়াত হোসেন বলেন, নয়ন হত্যার ঘটনায় এরশাদ নগরের বাসিন্দা নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামি গ্রেফতারে চেষ্টা চলছে। এ ব্যাপারে পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, প্রতিদিন তিন-চারজন ছিনতাইকারীকে ধরে জেলহাজতে পাঠানো হচ্ছে। দুঃখের বিষয় তারা জামিনে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধ দমনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
অপরাধীর নিরাপদ জোন ১৯ বস্তি
চুরি-ডাকাতি-ছিনতাই বেড়েছে টঙ্গীতে, জড়াচ্ছেন নারীরাও
আফজাল, টঙ্গী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর