অপরাধীদের নিরাপদ জোন এখন গাজীপুর টঙ্গীর ১৯টি বস্তি। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ করে এসব বস্তিতে অবস্থান নেন তারা। পুরুষের পাশাপাশি এখানকার নারীরাও এখন মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত। এসব অপরাধী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ছত্রচ্ছায়ায় এবং পুলিশের সঙ্গে সখ্য তৈরি করে দেদার চালিয়েছে কার্যক্রম। মাঝেমধ্যে ছিঁচকে দুয়েকজন ধরা পড়লেও মূল হোতারা থাকেন ধরাছোঁয়ার বাইরে। পুলিশ উল্লেখযোগ্য ভূমিকায় না থাকায় এর ভয়াবহতা বেড়েই চলছে বলে মনে করছেন এলাকাবাসী। সরেজমিন ঘুরে জানা যায়, চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্রধারী, মাদক ব্যবসাসহ নানা অপরাধ করে টঙ্গীর ১৯টি বস্তির কোনো একটি বস্তিতে অবস্থান নেন দুর্বৃত্তরা। যার কারণে টঙ্গীতে হাত বাড়ালেই মিলছে মাদক। প্রকাশ্যে ঘটছে ছিনতাই, চুরি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ। টঙ্গীর ১৯টি বস্তির মধ্যে টঙ্গী বাজার হাজী মাজার বস্তি, সান্দার পাড় বস্তি, মিল গেট নামা বাজার বস্তি, মাছিমপুর বস্তি, কাঁঠাল দিয়া বস্তি, করইতোলা বস্তি, ব্যাংক মাঠ বস্তি, আমতলী বস্তি, এরশাদ নগর বস্তি, গাজীপুরা খরতৈল ব্যাংক পাড়া, পাগাড় সোসাইটি মাঠসহ বিভিন্ন এলাকায় অপরাধীদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিতি পেয়েছে। গত ১০ জানুয়ারি ভোরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইয়ের কবলে পড়ে বরিশাল জেলার বাইন পাড়া থানার মাদারকাঠি গ্রামের নয়ন মৃধা (৩৬) নামে এক পোশাক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হলে হত্যাকান্ডের জড়িত টঙ্গীর এরশাদ নগর বস্তির বাসিন্দা নাজমুলকে গ্রেফতার করেন পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলছেন, থানা পুলিশ ঠিকমতো কাজ না করায়, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখওয়াত হোসেন বলেন, নয়ন হত্যার ঘটনায় এরশাদ নগরের বাসিন্দা নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামি গ্রেফতারে চেষ্টা চলছে। এ ব্যাপারে পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, প্রতিদিন তিন-চারজন ছিনতাইকারীকে ধরে জেলহাজতে পাঠানো হচ্ছে। দুঃখের বিষয় তারা জামিনে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধ দমনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
শিরোনাম
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
অপরাধীর নিরাপদ জোন ১৯ বস্তি
চুরি-ডাকাতি-ছিনতাই বেড়েছে টঙ্গীতে, জড়াচ্ছেন নারীরাও
আফজাল, টঙ্গী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর