অপরাধীদের নিরাপদ জোন এখন গাজীপুর টঙ্গীর ১৯টি বস্তি। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ করে এসব বস্তিতে অবস্থান নেন তারা। পুরুষের পাশাপাশি এখানকার নারীরাও এখন মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত। এসব অপরাধী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ছত্রচ্ছায়ায় এবং পুলিশের সঙ্গে সখ্য তৈরি করে দেদার চালিয়েছে কার্যক্রম। মাঝেমধ্যে ছিঁচকে দুয়েকজন ধরা পড়লেও মূল হোতারা থাকেন ধরাছোঁয়ার বাইরে। পুলিশ উল্লেখযোগ্য ভূমিকায় না থাকায় এর ভয়াবহতা বেড়েই চলছে বলে মনে করছেন এলাকাবাসী। সরেজমিন ঘুরে জানা যায়, চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্রধারী, মাদক ব্যবসাসহ নানা অপরাধ করে টঙ্গীর ১৯টি বস্তির কোনো একটি বস্তিতে অবস্থান নেন দুর্বৃত্তরা। যার কারণে টঙ্গীতে হাত বাড়ালেই মিলছে মাদক। প্রকাশ্যে ঘটছে ছিনতাই, চুরি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ। টঙ্গীর ১৯টি বস্তির মধ্যে টঙ্গী বাজার হাজী মাজার বস্তি, সান্দার পাড় বস্তি, মিল গেট নামা বাজার বস্তি, মাছিমপুর বস্তি, কাঁঠাল দিয়া বস্তি, করইতোলা বস্তি, ব্যাংক মাঠ বস্তি, আমতলী বস্তি, এরশাদ নগর বস্তি, গাজীপুরা খরতৈল ব্যাংক পাড়া, পাগাড় সোসাইটি মাঠসহ বিভিন্ন এলাকায় অপরাধীদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিতি পেয়েছে। গত ১০ জানুয়ারি ভোরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইয়ের কবলে পড়ে বরিশাল জেলার বাইন পাড়া থানার মাদারকাঠি গ্রামের নয়ন মৃধা (৩৬) নামে এক পোশাক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হলে হত্যাকান্ডের জড়িত টঙ্গীর এরশাদ নগর বস্তির বাসিন্দা নাজমুলকে গ্রেফতার করেন পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলছেন, থানা পুলিশ ঠিকমতো কাজ না করায়, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখওয়াত হোসেন বলেন, নয়ন হত্যার ঘটনায় এরশাদ নগরের বাসিন্দা নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামি গ্রেফতারে চেষ্টা চলছে। এ ব্যাপারে পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, প্রতিদিন তিন-চারজন ছিনতাইকারীকে ধরে জেলহাজতে পাঠানো হচ্ছে। দুঃখের বিষয় তারা জামিনে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধ দমনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
শিরোনাম
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
- মাগুরায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, আটক ২
- মালয়েশিয়ায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ
অপরাধীর নিরাপদ জোন ১৯ বস্তি
চুরি-ডাকাতি-ছিনতাই বেড়েছে টঙ্গীতে, জড়াচ্ছেন নারীরাও
আফজাল, টঙ্গী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর