শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

১৫ বছর পর রংপুরে টানা শীত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

১৫ বছর পর রংপুরে টানা শীত

রংপুরের মানুষ ১৫ বছর পরে জানুয়ারিতে দেখল একটানা শীত। গত দেড় দশকে এমন শীত দেখেনি এ অঞ্চলে। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা ছিল সাত দিন। টানা আট দিন সূর্যের মুখ দেখা যায়নি জানুয়ারিতে। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, প্রতি বছর জানুয়ারি মাসে রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে চার থেকে পাঁচ দিন। এবার ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা সাত দিন থাকলেও সূর্যের মুখ দেখা যায়নি প্রায় ১৫ দিন। ফলে এবার জানুয়ারিতে হাড় কাঁপানো শীতে রংপুরের মানুষ কাহিল হয়ে পড়ে। জানুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে সাত দিন থাকলে মাসের ২৪ দিন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। অর্থাৎ ১২ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, এবার জানুয়ারিতে অন্যান্য বছরের তুলনায় তাপমাত্রা কম ছিল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি থাকায় প্রবল শীত অনুভূত হয়। জানুয়ারির ৮ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত একটানা সূর্যের মুখ দেখা যায়নি। ফলে তীব্র শীত অনুভূত হয়েছে। গতকাল  রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এবার রংপুরের আবহাওয়ায় কিছুটা বৈচিত্র্য ছিল। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা সাত দিন ছিল। তবে রংপুর বিভাগের পঞ্চগড়, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা অনেক কম ছিল।

 কত দিন পরে এমন আবহাওয়া দেখা দিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমপক্ষে ১৫ বছর পরে এমন আবহাওয়া বিরাজ করতে দেখা গেছে এ অঞ্চলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর