এবার শীত মৌসুমে কয়েক দফায় শৈত্যপ্রবাহে নেত্রকোনায় সবজি আবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে টম্যাটো এবং আলু চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন অধিকাংশ। কিছু চাষির আংশিক ক্ষতি হলেও অনেকের পুরোটাই নষ্ট হয়ে গেছে বলে দাবি। নেত্রকোনার নাগড়া শেখপাড়া এলাকার বাসিন্দা শামছুল হকের মাস্টার্স পড়ুয়া ছেলে আশরাফুল ইসলাম (মাসুম) চাকরি না পেয়ে বেকার দিন কাটাচ্ছিলেন। অবশেষে গত দুই বছর আগে সিদ্ধান্ত নেন কৃষিকাজ করবেন নিজেদের পতিত জমিতে। প্রথমে শস্য আবাদ শুরু করেন ১২০০ শতাংশ জমিতে। পরে সেটি বাড়াতে থাকেন। বেগুন, আলু, টম্যাটো, কাঁচা মরিচ, মিষ্টি কুমড়া, পালংশাক, লতি কচু, ওল কচু, ডাঁটা কচুসহ বিভিন্ন প্রজাতির সবজি আবাদ শুরু করেন পুরোদস্তুর। কিন্তু গত বছর পানিতে টম্যাটো ও আলু কিছুটা ক্ষতিগ্রস্ত হলে এবার আগেভাগেই চাষ শুরু করেন। তারপরও তীব্র শীতে এ বছর টম্যাটো এবং আলু একেবারের নষ্ট হয়ে গেছে। এতে করে তিনি ক্ষতির মুখে পড়েছেন। তার দেখাদেখি অনেকেই নিজেদের পতিত জমিতে এসব রবিশস্য আবাদ শুরু করেন। তারাও এ বছর টম্যাটো আর আলুতে ক্ষতির মুখে পড়েছেন। মাসুমসহ অন্যরা জানান, কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে স্প্রে করার পরও কোনো লাভ হয়নি। জেলার কৃষি অধিদফতরের উপপরিচালক (খামারবাড়ি) কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শসহ বালাইনাশক দেওয়া এবং উন্নত প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছেন। তিনি বলেন, এ বছর ৭ হাজার ৪৩৪ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ হয়েছে। জেলার সদর, পূর্বধলা, বারহাট্টা, কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দায় এসব সবজি চাষ বেশি হয় বলেও তিনি জানান। শীতকালে রোগের কারণে যাতে সবজি নষ্ট না হয় সেজন্য কৃষকদের প্রয়োজনীয় ছত্রাকনাশক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মালচিং পদ্ধতিসহ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উন্নত প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে মাঠপর্যায়ে উপসহকারী প্রকৌশলীরা কাজ করছেন বলেও জানান তিনি।
শিরোনাম
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
শীতে সবজি আবাদে ব্যাপক ক্ষতি
আলপনা বেগম, নেত্রকোনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর