এবার শীত মৌসুমে কয়েক দফায় শৈত্যপ্রবাহে নেত্রকোনায় সবজি আবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে টম্যাটো এবং আলু চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন অধিকাংশ। কিছু চাষির আংশিক ক্ষতি হলেও অনেকের পুরোটাই নষ্ট হয়ে গেছে বলে দাবি। নেত্রকোনার নাগড়া শেখপাড়া এলাকার বাসিন্দা শামছুল হকের মাস্টার্স পড়ুয়া ছেলে আশরাফুল ইসলাম (মাসুম) চাকরি না পেয়ে বেকার দিন কাটাচ্ছিলেন। অবশেষে গত দুই বছর আগে সিদ্ধান্ত নেন কৃষিকাজ করবেন নিজেদের পতিত জমিতে। প্রথমে শস্য আবাদ শুরু করেন ১২০০ শতাংশ জমিতে। পরে সেটি বাড়াতে থাকেন। বেগুন, আলু, টম্যাটো, কাঁচা মরিচ, মিষ্টি কুমড়া, পালংশাক, লতি কচু, ওল কচু, ডাঁটা কচুসহ বিভিন্ন প্রজাতির সবজি আবাদ শুরু করেন পুরোদস্তুর। কিন্তু গত বছর পানিতে টম্যাটো ও আলু কিছুটা ক্ষতিগ্রস্ত হলে এবার আগেভাগেই চাষ শুরু করেন। তারপরও তীব্র শীতে এ বছর টম্যাটো এবং আলু একেবারের নষ্ট হয়ে গেছে। এতে করে তিনি ক্ষতির মুখে পড়েছেন। তার দেখাদেখি অনেকেই নিজেদের পতিত জমিতে এসব রবিশস্য আবাদ শুরু করেন। তারাও এ বছর টম্যাটো আর আলুতে ক্ষতির মুখে পড়েছেন। মাসুমসহ অন্যরা জানান, কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে স্প্রে করার পরও কোনো লাভ হয়নি। জেলার কৃষি অধিদফতরের উপপরিচালক (খামারবাড়ি) কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শসহ বালাইনাশক দেওয়া এবং উন্নত প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছেন। তিনি বলেন, এ বছর ৭ হাজার ৪৩৪ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ হয়েছে। জেলার সদর, পূর্বধলা, বারহাট্টা, কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দায় এসব সবজি চাষ বেশি হয় বলেও তিনি জানান। শীতকালে রোগের কারণে যাতে সবজি নষ্ট না হয় সেজন্য কৃষকদের প্রয়োজনীয় ছত্রাকনাশক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মালচিং পদ্ধতিসহ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উন্নত প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে মাঠপর্যায়ে উপসহকারী প্রকৌশলীরা কাজ করছেন বলেও জানান তিনি।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
শীতে সবজি আবাদে ব্যাপক ক্ষতি
আলপনা বেগম, নেত্রকোনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর