চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে ফরিদা খানমকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। ফরিদা খানম এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত ছিলেন। চট্টগ্রামের ইতিহাসে প্রথমবারের একজন নারী জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে চট্টগ্রামের ডিসি ছিলেন আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বিগত ২০২২ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। বর্তমানে তাকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করা হয়েছে।