শিরোনাম
রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

প্রধান উপদেষ্টার কাছে নাসা গ্রুপ চেয়ারম্যান নজরুলের মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে সাজানো মামলা থেকে অব্যাহতি ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন গ্রুপটির ৩০ হাজার কর্মকর্তা-কর্মচারী। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তারা এই দাবি জানান। লিখিত আবেদনে বলা হয়েছে, দেশের স্বনামধন্য এই ব্যবসায়ী  ক্যান্সার, থাইরয়েড, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। আগে একাধিকবার বিদেশে তার অস্ত্রোপচার করা হয়েছে এবং মেডিকেল চেকআপের তারিখ এরই মধ্যে অতিক্রান্ত হয়েছে। জরুরিভিত্তিতে তার শারীরিক পরীক্ষা ও অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় এবং দেশের শিল্প তথা ব্যবসা-বাণিজ্যের স্বার্থে মো. নজরুল ইসলাম মজুমদারকে মামলা থেকে অব্যাহতি দিয়ে অনতিবিলম্বে মুক্তি দেওয়া হোক। তারা বলেন, কারাগারে আটকে রেখে নজরুল ইসলামের জীবন হুমকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে নাসা গ্রুপে যুক্ত বিপুল শ্রমিক-কর্মচারীর জীবন-জীবিকা হুমকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর