দেশে তৈরি পোশাক শিল্প, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, জ্বালানিসহ বিভিন্ন সেক্টরে কোরিয়ান বিনিয়োগ রয়েছে। এসব সেক্টরে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা, রপ্তানিতে দীর্ঘসূত্রতা, ভিসা জটিলতা, কাস্টমসের সমস্যাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর হলে বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়বে। গতকাল রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) ও কোরিয়া দূতাবাসের আয়োজিত ‘কোরিয়া-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা’ শীর্ষক একটি সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। এ ছাড়া ফিকির নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, ফিকির সভাপতি জাভেদ আখতার, কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দিন খান, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (কোট্রা) মহাপরিচালক সামসু কিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আমরা পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করতেছি। বাংলাদেশে অফুরন্ত বিনিয়োগের ক্ষেত্র রয়েছে। বাংলাদেশ কোরিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে। আমি আশাবাদী এ সম্পর্ক আরও এগিয়ে যাবে। কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যাবশ্যক।’ বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে যত ধরনের প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করা হবে। বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমরা ব্যবসা উন্নয়ন টিম তৈরি করেছি। এ ছাড়া সম্পর্ক ব্যবস্থাপনা টিম তৈরি করেছি। এ টিম বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ নিয়ে কাজ কারবে। বিভিন্ন দেশে থেকে ভিসা জটিলতার কথা শোনা যাচ্ছে, এসব ভিসা সহজ করা এবং ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আমরা কাজ করছি।’
ফিকির সভাপতি জাভেদ আখতার বলেন, ‘আমাদের সবাইকে একত্র করতে এই প্ল্যাটফর্মটি সহযোগিতামূলক পদ্ধতি উদ্ভাবন এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বিনিয়োগের সুযোগগুলোকে উন্মোচন করবে।’
কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দিন খান বলেন, ‘এ ধরনের সেমিনার অর্থনৈতিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই অঞ্চলে অর্থনৈতিক বৃদ্ধির জন্য এফআইসিসিআইয়ের সঙ্গে অংশীদারত্ব চালিয়ে যেতে আগ্রহী।’
প্রাইম ক্যাপ (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সুক মিন কো বলেন, বাংলাদেশের ব্যবসার যেমন ভালো দিক রয়েছে তেমনি কিছু প্রতিবন্ধকতা রয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ, কাস্টমস, বন্ড অডিট, লাইসেন্স প্রক্রিয়া দীর্ঘ সময়সহ বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে।