জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বলেছে, মুক্তিযুদ্ধবিরোধী শক্তিরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে গোলাম আযমের মতো ‘পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার’ করার রাজনীতি করে চলেছে। রিসেট বাটন পুশ করে মুক্তিযুদ্ধকে মুছে দিতে চাইছে। গতকাল ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় দলটির নেতৃবৃন্দ এমন মন্তব্য করেন। বক্তারা অবিলম্বে হাসানুল হক ইনুসহ সব মুক্তিযোদ্ধা ও রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সভায় সভাপতিত্ব করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা।
সঞ্চালনা করেন জাসদের জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন। সভায় বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, জাসদ নেতা হুমায়ুন কবির সর্দার, জাসদ নেতা আহসান হাবীব শামীম, জাতীয় শ্রমিক জোটের সহ-দপ্তর সম্পাদক মঞ্জুর হোসেন চমন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তির ক্রীড়নক অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধাদের ওপর প্রতিশোধ নিতে, প্রতিহিংসা চরিতার্থ করতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে সেই ট্রাইব্যুনালেই স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রসেনানী হাসানুল হক ইনুসহ বীর মুক্তিযোদ্ধাদের বিচারের প্রহসন করছে।