রংপুরে জামায়াতে ইসলামী এবং বিএনপি নির্বাচনি মাঠ গোছাচ্ছেন। তারা বিভিন্ন সভা সেমিনার করছেন। এই দুই দলের নেতা-কর্মীরা চাঙাভাবে রয়েছেন। জাতীয় পার্টিও বসে নেই, তারা দলীয় কার্যালয়ে ঘন ঘন কর্মী সমাবেশ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার পাশাপাশি নির্বাচনি প্রস্তুতি নিচ্ছেন। মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, সামনে নির্বাচন মাথায় রেখে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন সভা-সমাবেশ করছেন। ইতোমধ্যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের একাধিক কেন্দ্রীয় নেতা রংপুরে এসে সভা-সমাবেশ করেছেন। তারাও মনে করছেন আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সভা-সমাবেশের বাইরে দলকে সংগঠিত করতে বিভিন্ন কমিটিকে শক্তিশালী করছেন।
অন্যদিকে দীর্ঘ ১৬ বছর পরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মুক্তভাবে নিঃশ্বাস নিচ্ছেন। তারা গ্রামপর্যায়ে উঠান বৈঠক, কমিটি গঠন, সভা-সমাবেশ করে নেতা-কর্মীদের চাঙা করছেন। জনগণের কাছে জামায়াতে ইসলামের আদর্শ তুলে ধরছেন। জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে কথা হলে তারা জানান, সামনে নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। ওই নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করবে। তাই নেতা-কর্মীরা আগাম মাঠে কাজ করছেন। জনগণের কাছে আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরছেন।
অন্যদিকে জাতীয় পার্টি নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হলেও ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে তারা বসে নেই। তারা গত এক মাসে দলীয় কার্যালয়ে বিভাগীয় কর্মী সম্মেলনসহ বেশ কয়েকটি সভা করেছে। জাতীয় পার্টির নেতারা মনে করছেন সামনের নির্বাচনে জাতীয় পাটির ঘাঁটি রংপুর তাদের দখলে থাকবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য এবং রংপুর বিভাগীয় টিম সদস্য মাহবুবর রহমান বেলাল বলেন, নেতা-কর্মীদের সংগঠিত করতে বিভিন্ন সভা-সমাবেশ করা হচ্ছে। এছাড়া উঠান বৈঠক করে জামায়াতের আর্দশ তুলে ধরা হচ্ছে জনগণের নিকট। আগামী নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে।
রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন,বিএনপি সুষ্ঠু এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য ১৬ বছর যাবত আন্দোলন করে আসছে। আমরা দলকে সুসংগঠিত করার পাশপাশি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক বলেন, আমরা দলকে সুসংগঠিত করার লক্ষে দলীয় কার্যালয়ে প্রায় প্রতিদিন সভা করে যাচ্ছি। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির ঘাঁটি রংপুর যাতে হাত ছাড়া না হয় এই লক্ষে কাজ করে যাচ্ছি।