বরিশালে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন শেষে স্মারকলিপি দিয়েছে বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ। গতকাল সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর রূপাতলী গোলচত্বর এলাকায় মানববন্ধন করা হয়। বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠক আরিফুর রহমান মিরাজ, মো. নিয়াজ, ব্যবসায়ী লিটন হাওলাদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা পুরনো মিটারের ত্রুটি মেরামত করে রিডার প্রশিক্ষণের মাধ্যমে সঠিক বিল তৈরি করার দাবি জানিয়েছেন।
মানববন্ধন শেষে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।