ভারতীয় গণমাধ্যম এবং রাজনৈতিক নেতাদের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার নেতারা বলেছেন, নতুন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভালো আছে।
ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে অপচেষ্টার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বিকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ের সামনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি উত্তম কুমার সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিপ্লব রায়, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় মেতে উঠেছে। সেই সঙ্গে ভারতের ধর্মান্ধ কিছু রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশবিরোধী মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা দেশের সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলছে। নতুন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভালো রয়েছে।
আমরা ভারতীয় গণমাধ্যম এবং রাজনৈতিক নেতাদের অপ-প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।