চট্টগ্রাম নগরীর শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লিংক রোডের পাশ থেকে ওসমান সিকদার নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। ওসমান সিকদার বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি বিমানবন্দর সংলগ্ন সরকারি কোয়ার্টারের বাসায় থাকতেন।
পতেঙ্গা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, বিমানবন্দর সংলগ্ন লিংক রোডের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
সুরতহাল শেষে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যরা এসে শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। পরিবারের দাবি ওসমান বুধবার বিকাল থেকে নিখোঁজ ছিল। তাকে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানানো হয়েছে।