পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান করা হয়েছে মো. গোলাম রসুলকে। পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তাকে ডিআইজি থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) করে একই বিভাগে পদায়ন করা হয়েছে।
এর আগে ১৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি গোলাম রসুলকে এসবিতে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে এসবির তৎকালীন প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) পদায়ন করা হয়।