আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া গায়েবি মামলায় আদালতের বারান্দায় দিন কাটছে চট্টগ্রাম বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর। বিগত সরকারের আমলে বিএনপির অন্তত ৫০ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের হয় ২ হাজারের অধিক গায়েবি মামলা। যার মধ্যে বিচার শুরু হয়েছে ১ হাজার ২০০টির। চট্টগ্রাম মহানগর বিএনপির লিগ্যাল এইড কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ বলেন, ‘ধাওয়ামী লীগ সরকারের পতন হয়েছে প্রায় ছয় মাস হয়ে গেছে। এখনো বিএনপির নেতা-কর্মীদের মামলার হাজিরা দেওয়ার ভাগ্যের পরিবর্তন হয়নি। সব মামলায় আগের মতোই হাজিরা দিতে হচ্ছে নেতা-কর্মীদের।’ জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ২ হাজারের অধিক মামলায় আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এসএম ফজলুল হক, আসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রমুখকে।
যদিও এখন রাজনৈতিক হয়রানিমূলক এসব মামলা নিষ্পত্তির জন্য উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে ৭০টি’র অধিক মামলা দায়ের হয়েছে আমীর খসরুর বিরুদ্ধে। যার মধ্যে ১টি মামলায় খালাস পেয়েছেন।
নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে আমার বিরুদ্ধে ২৮৪টি গায়েবি মামলা দায়ের হয়। যার মধ্যে ২৮টি মামলার বিচার শুরু হয়েছে। ১১টি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। এসব মামলায় হাজিরা দিয়ে কাটাতে হয় মাসের ২২ দিন।