স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি তো কিছুই বলিনি, এটা জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। কোর কমিটির সভা শেষে সাংবাদিকরা জানতে চান কিশোরগঞ্জে গিয়ে সরকারের পাঁচ বছর থাকা নিয়ে একটা কথা বলেছিলেন। সেটা নিয়ে রাজনীতিতে আলোচনা হচ্ছে। এ বিষয়ে ব্যাখ্যাটা শুনতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো বলিনি, এটা জনগণ বলেছে, আমি তো কিছুই বলিনি। জুলাই আন্দোলনে হামলা ও হত্যার দায়ে রাঘববোয়ালদের আটক না করে ছোটদের আটক করা হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা রাঘববোয়ালদের কাউকে ছাড় দিচ্ছি না। কিন্তু রাঘববোয়ালরা জালে আসার আগ পর্যন্ত তো ধরতে পারছি না। আমাদের জালে যে আসছে ওইটাকে ধরতেছি। জালে আসার পর ছেড়ে দিছি, এমনটা হলে আমাকে বলতে পারেন।
জাতিধর্মনির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তি ও নববর্ষ শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবার সার্বিক সহযোগিতায় এবারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো।