বরিশালের বাকেরগঞ্জে ঋণের টাকা পরিশোধে এনজিও কর্মীদের চাপে সুমন ফকির (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, বেসরকারি একটি সংস্থা থেকে আড়াই লাখ টাকা ঋণ নিয়েছিলেন সুমন। সেই টাকা আদায়ে শনিবার সংস্থাটির মাঠকর্মী কয়েকজন লোক নিয়ে সুমনের বাড়ি যান। তাদের দেখামাত্র ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সুমন। পরে ফাঁস নেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। রাতে পুলিশ লাশ উদ্ধার করে।
বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কারও চাপে নয়, ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে হতাশায় আত্মহত্যা করেছেন সুমন। লাশের ময়নাতদন্ত শেষে এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।