বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, রাজনৈতিক দলগুলোর সক্রিয় তৎপরতা ছাড়া শ্রমিকের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকের বিষয়ে রাজনৈতিক দলগুলোর খোঁজখবর রাখতে হবে। ট্রেড ইউনিয়নগুলো সরকার এবং মালিক দ্বারা প্রভাবিত। তিনি দুঃখ করে বলেন, রাজনৈতিক দলগুলো আর রাজনীতিতে নাই। হারিয়ে ফেলেছে রাজনীতি। সে কারণেই শ্রমিকদের স্বার্থের কথা কেউ ভাবছে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি) আয়োজিত মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে জেপিবির মহাসচিব শওকত মাহমুদ দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের লিখিত একটি বক্তব্য পড়ে শোনান। লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি বিশেষ প্রয়োজন ও শারীরিক চেকআপের জন্য বর্তমানে লন্ডন অবস্থান করছি। আজকের এই মহতি আয়োজনে উপস্থিত না থাকতে পেরে দুঃখ প্রকাশ করছি। প্রথমে আমি দেশবাসীকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা। শ্রমিকের অধিকার আদায়ে (বিশেষ করে পরিবহন শ্রমিকদের) আমি আগেও যেমন আমার নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে সোচ্চার ছিলাম। তেমনি আজ রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাধ্যমে আমি দেশের সব শ্রেণি-পেশার শ্রমিকের অধিকার আদায়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।
সভাপতিত্ব করেন জেপিবির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন। প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি দলের উপদেষ্টা শাহ মো. আবু জাফর। স্বাগত বক্তব্য দেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ। এ ছাড়া সাংবাদিক ও শ্রম বিষয়ক বিশেষজ্ঞ কাজী আবদুল হান্নান, দলের উপদেষ্টা ও ফরহাত হোসেন মাহবুব, উপদেষ্টা মেজর (অব.) মুজিব, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ প্রমুখ।